রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়া-থাইল্যান্ডে বন্যায় নিহত বেড়ে ৩০০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ঘটছে। বিপর্যয়ে দু’দেশে মিলিয়ে মৃতের সংখ্যা তিন শতাধিক বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত কয়েক দিনে তীব্র বন্যা ও ধসে অন্তত ১৭৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। এখনও প্রায় ৮০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তর সুমাত্রায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে—এখানে মৃতের সংখ্যা ১১৬ জন ছাড়িয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে। আচেহ ও পশ্চিম সুমাত্রার বিভিন্ন এলাকাতেও প্রাণহানি ঘটেছে। পাদাং পারিয়ামানের বহু অঞ্চল এক মিটারের বেশি পানিতে ডুবে আছে, আর বিচ্ছিন্ন অবস্থায় থাকায় কিছু স্থানে উদ্ধারকর্মীরাও পৌঁছাতে পারেননি।

উত্তর সুমাত্রার বাটাং তোরু এলাকায় শনাক্তহীন কয়েকটি মৃতদেহ গণকবরে দাফন করা হয়েছে। দ্বীপের বহু স্থানে সড়ক–যোগাযোগ এখনও বিঘ্নিত এবং বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে কাজ চলছে। জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকর্মীদের বিমানযোগে পাঠানো অব্যাহত থাকবে।

এদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলেও পরিস্থিতি ভয়াবহ। অতিরিক্ত বৃষ্টি ও প্লাবনে সেখানে অন্তত ১৪৫ জনের মৃত্যু হয়েছে, যার বড় অংশই সংখলা প্রদেশের বাসিন্দা। পানি নামতে শুরু করায় উদ্ধার অভিযান আরও জোরদার হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বহু আবাসিক এলাকায় বন্যার পানি সপ্তাহজুড়ে জমে থাকায় উদ্ধারকারীরা নতুন নতুন মরদেহ খুঁজে পাচ্ছেন।

থাই আবহাওয়া বিভাগ বলছে, বৃষ্টিপাত কিছুটা কমলেও দক্ষিণের কিছু অঞ্চলে এখনও বজ্রঝড়ের শঙ্কা রয়ে গেছে, তাই সতর্কতা জারি রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X