

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আফগানিস্তানে ফের বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে ৬ দশমিক ২ মাত্রার এ কম্পন অনুভূত হয়। জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে প্রাণহানি সম্পর্কে কোনো সরকারি তথ্য মেলেনি। তবে কুনার প্রাদেশিক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ১৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য আনা হয়েছে।
চার দিন আগে দেশটির পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছিলেন এবং আহত হয়েছিলেন ৩ হাজার ৬০০-এর বেশি মানুষ। অনেক গ্রাম ধ্বংস হয়ে যাওয়ায় হাজারো মানুষ এখনও খোলা জায়গায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
বৃহস্পতিবার রাতের কম্পন কেবল আফগানিস্তানেই নয়, প্রতিবেশী ভারতেও স্পষ্টভাবে অনুভূত হয়। দিল্লি, জম্মু-কাশ্মিরসহ আশপাশের কয়েকটি অঞ্চলে মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসে। তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
নতুন ভূমিকম্পে আফগানিস্তানে কতটা ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী আহতদের সংখ্যা বাড়তে পারে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
 
 
                    