শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এআই মন্ত্রী ‘দিয়েলা’ এখন ‘অন্তঃসত্ত্বা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫১ পিএম
এআই মন্ত্রী ‘দিয়েলা’ এখন ‘অন্তঃসত্ত্বা’
expand
এআই মন্ত্রী ‘দিয়েলা’ এখন ‘অন্তঃসত্ত্বা’

আলবেনিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী ‘দিয়েলা’ এখন গর্ভবতী এমনই চমকপ্রদ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এদি রামা।

তিনি জানিয়েছেন, শিগগিরই এই এআই মন্ত্রীর ‘৮৩ সন্তান’ জন্ম নেবে, যারা সংসদ সদস্যদের ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করবে।

রবিবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বার্লিনে অনুষ্ঠিত গ্লোবাল ডায়ালগ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে এদি রামা রসিকতার ছলে এই ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা দিয়েলাকে নিয়ে ঝুঁকি নিয়েছিলাম, আর এখন সেই পরীক্ষার ফল দারুণভাবে এসেছে। দিয়েলা এখন গর্ভবতী, তার ৮৩ সন্তান হবে প্রত্যেকে আমাদের সংসদ সদস্যদের সহকারী হিসেবে কাজ করবে।

রামা ব্যাখ্যা করেন, এই ‘সন্তানরা’ সংসদ অধিবেশনে উপস্থিত থাকবে, কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং সদস্যদের অনুপস্থিতিতে সভার সারসংক্ষেপ জানাবে।

তাঁর ভাষায়, তারা হবে একেকজন ডিজিটাল সহকারী, যারা তাদের মায়ের বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতা থেকে শেখা তথ্য দিয়ে সংসদ সদস্যদের পরামর্শ দেবে।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের শেষ নাগাদ এই ভার্চুয়াল সহকারীরা পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে।

এআই মন্ত্রী দিয়েলা সম্পর্কে রামা বলেন, যদি আপনি সংসদ থেকে বের হয়ে কফি খেতে যান, এই ভার্চুয়াল সহকারী আপনাকে জানাবে, আপনার অনুপস্থিতিতে কী আলোচনা হয়েছে, কে কী বলেছেন, এমনকি কাকে কীভাবে জবাব দিতে হবে তাও বলবে।

দিয়েলা-যার নামের অর্থ সূর্য গত সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আলবেনিয়ার প্রথম ভার্চুয়াল মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সরকারি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়াকে পুরোপুরি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার দায়িত্ব তার ওপর ন্যস্ত।

শুরুতে এআই মন্ত্রী হিসেবে তিনি জানুয়ারিতে ‘ই-আলবেনিয়া’ প্ল্যাটফর্মে ভার্চুয়াল সহকারী হিসেবে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি নাগরিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সরকারি নথি সংগ্রহে সহায়তা করে আসছেন।

দিয়েলাকে ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে এক নারী রূপে উপস্থাপন করা হয়েছে, যিনি এখন বিশ্বের প্রথম আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত অ-মানব মন্ত্রী।

প্রতিবেদনে আরও বলা হয়, দিয়েলা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি-তার কোনো শারীরিক অস্তিত্ব নেই; তিনি মূলত কোড ও পিক্সেলের সমন্বয়ে নির্মিত এক ডিজিটাল সত্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন