শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

 নারী বেশে পাকিস্তানে পালিয়েছিলেন ওসামা বিন লাদেন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম
ওসামা বিন লাদেন 
expand
ওসামা বিন লাদেন 

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ২০০১ সালে নারী সেজে পাকিস্তানে পালিয়ে যান বলে চাঞ্চল্যকর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক কর্মকর্তা জন কিরিয়াকু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরিয়াকু সম্প্রতি এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

তিনি জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক অনুবাদক আল-কায়েদার সদস্য ছিলেন। সে মার্কিন সেনা জেনারেলকে জানিয়ে বলেন, বিন লাদেন ভোরের আগে নারী ও শিশুদের সরিয়ে আত্মসমর্পণ করতে চান। কিন্তু রাতে নারী বেশে পিকআপ ভ্যানে পাকিস্তানে পালিয়ে যান।

কিরিয়াকু বলেন, ৯/১১ পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মার্কিন সহায়তা গ্রহণ করে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছিলেন, তবে পাকিস্তানি সেনাবাহিনীর মূল মনোযোগ ছিল ভারতকে কেন্দ্র করে, আল-কায়েদার দিকে নয়।

তিনি আরও উল্লেখ করেন, ২০০২ সালে লাহোরে একটি অভিযানে যুক্তরাষ্ট্র লস্কর-ই-তৈয়বার একটি আস্তানায় আল-কায়েদার প্রশিক্ষণ ম্যানুয়াল উদ্ধার করে, যা প্রথমবারের মতো পাকিস্তানি গোষ্ঠী ও আল-কায়েদার সরাসরি সম্পর্কের প্রমাণ দেয়।

উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবটাবাদ শহরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন