শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিমানের স্বাভাবিক শব্দে আতঙ্ক, জরুরি দরজা খোলার চেষ্টা যাত্রীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পিএম
জরুরি দরজা খোলার চেষ্টা যাত্রীর
expand
জরুরি দরজা খোলার চেষ্টা যাত্রীর

জেটব্লু এয়ারওয়েজের এক নারী যাত্রী বিমানের স্বাভাবিক শব্দকে যান্ত্রিক ত্রুটি ভেবে জরুরি নির্গমন দরজা খোলার চেষ্টা করেছেন।

ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়-ওই যাত্রী উদ্বিগ্ন অবস্থায় অন্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন, এরপর হঠাৎ করে জরুরি দরজার দিকে দৌড়ে যান।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌভাগ্যক্রমে বিমানটি তখনও মাটিতেই অবস্থান করছিল। ফ্লাইট অ্যাটেনডেন্টের দ্রুত ও ঠাণ্ডা মাথার পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনো ধরনের নিরাপত্তা সমস্যা তৈরি হয়নি।

ওই নারী যাত্রীর দাবি, তার সঙ্গী একজন পাইলট। বিমানের বার্কিং ডগ নয়েজ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি এয়ারবাস এ৩২০ সিরিজের স্বাভাবিক শব্দ, যা বিমানের পাওয়ার ট্রান্সফার ইউনিট থেকে উৎপন্ন হয়। এই ইউনিট ইঞ্জিন চালু বা বন্ধ করার সময় হাইড্রোলিক সিস্টেমের চাপের ভারসাম্য বজায় রাখে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অনুমান করেছেন, যাত্রীটি সম্ভবত উড়োজাহাজ ভীতি (ফ্লাইট ফোবিয়া) তে ভুগছিলেন। অনেকে আবার কেবিন ক্রুদের ধৈর্য ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

একজন মন্তব্য করেন, ক্রুরা বুঝতে পেরেছিলেন এটা ভয়জনিত প্রতিক্রিয়া, তাই শান্তভাবে তাকে সামলেছেন।

অন্য একজন রসিকতা করে লেখেন, পরের বার পাইলট বয়ফ্রেন্ড নয়, বরং একজোড়া ইয়ারপ্লাগ সঙ্গে নিনকম ড্রামা, বেশি শান্তি!

আরেকজন লিখেছেন, আমার এক বন্ধু উড়োজাহাজে চড়তে ভয় পেত। প্রতিটি শব্দের ব্যাখ্যা ধৈর্য ধরে দেওয়ার পরই সে একা ভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ করতে শুরু করে। এমন পরিস্থিতিতে ধৈর্যই সবচেয়ে কার্যকর সমাধান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন