

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে হোটেলে যৌনকর্মীদের ডেকে তাদের অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করার অভিযোগে দুই ভারতীয়কে দণ্ড দেওয়া হয়েছে।
আদালত গতকাল শুক্রবার (৩ অক্টোবর) তাদের পাঁচ বছর এক মাসের কারাদণ্ড এবং ১২টি বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন অরোক্ষস্বামী দাইসন এবং রাজেন্দ্রন মায়লারাসান। সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন।
আদালতে জানানো হয়েছে, ২৪ এপ্রিল তারা ভারত থেকে ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুরে যান। দুই দিন পর লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটাহাঁটি করার সময় একজন অজ্ঞাত ব্যক্তি তাদের কাছে জানতে চান তারা যৌনকর্মীদের সেবা নিতে চাচ্ছেন কি না। পরে ওই ব্যক্তি দুই নারী যৌনকর্মীর নম্বর দিয়ে চলে যান।
এরপর অরোক্ষস্বামী রাজেন্দ্রনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন, অর্থের অভাবে যৌনকর্মীদের হোটেলে ডেকে তাদের লুট করবে। সন্ধ্যা ৬টায় প্রথম যৌনকর্মীকে হোটেলে ডেকে আনা হয়। সেখানে তার হাত-পা বেঁধে নগদ দুই হাজার সিঙ্গাপুর ডলার, স্বর্ণালঙ্কার, পাসপোর্ট এবং ব্যাংক কার্ড লুট করা হয়।
রাত ১১টায় দ্বিতীয় যৌনকর্মীকে হোটেলে ডেকে আনা হয়। তাকে বাধ্য করে রুমে রাখা হয় এবং মুখে কাপড় গুঁজে চিৎকার রোধ করা হয়। ওই নারী থেকে ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট লুট করা হয়। এছাড়া তারা হুমকি দেন যাতে ওই নারী হোটেল ত্যাগ না করে।
পরেরদিন দ্বিতীয় যৌনকর্মী ঘটনার তথ্য অন্য এক ব্যক্তিকে জানালে ডাকাতির বিষয়টি প্রকাশ্যে আসে।
অরোক্ষস্বামী আদালতে বলেন, গত বছর আমার বাবা মারা গেছেন। আমার তিন বোন আছে, যার মধ্যে একজন বিবাহিত। আমাদের কোনো অর্থ ছিল না। তাই আমরা ডাকাতি করেছি।
রাজেন্দ্রন জানান, ভারতে আমার স্ত্রী ও সন্তান একা থাকতেন এবং তারা অর্থকষ্টে ভুগছিল। এজন্য আমরা এই কাজ করেছি।
সূত্র: স্ট্রেইট টাইমস
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
