

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম শরিফ সম্প্রতি ‘হুনারমান্ড’ (মেরিট) স্কলারশিপ ও ল্যাপটপ স্কিমের দ্বিতীয় ধাপ উদ্বোধন করেছেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় চকওয়ালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তিনি এক বিস্তৃত শিক্ষামূলক প্যাকেজ ঘোষণা করেছেন, যা দেশের ছাত্রছাত্রীদের ক্ষমতায়ন ও শিক্ষার মান বৃদ্ধি করবে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মোট ৮০,০০০ স্কলারশিপ প্রদান করা হবে এবং ১১৮,০০০টি Core i7 ল্যাপটপ বিতরণ করা হবে সম্পূর্ণ মেধা ভিত্তিতে। তিনি আরও জানান, এই স্কিম কেবল পাঞ্জাবেই সীমাবদ্ধ থাকবে না, বরং পাকিস্তান শাসিত জম্মু-কাশ্মীর, গিলগিট-বাল্টিস্তান, বালোচিস্তান এবং খাইবার-পাখতুনখোয়া প্রদেশের শিক্ষার্থীরাও এতে অন্তর্ভুক্ত হবেন।
মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, মেধা হবে একমাত্র মানদণ্ড। কোনো সুপারিশ বা পক্ষপাতিত্ব থাকবে না।”ইতোমধ্যেই খাইবার-পাখতুনখোয়া এবং বালোচিস্তান থেকে ২৭,০০০-এরও বেশি আবেদন জমা পড়েছে।
স্কলারশিপ ও ল্যাপটপ বিতরণের পাশাপাশি মারিয়াম ঘোষণা করেছেন:
৬,০০০টি STEAM (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, আর্টস ও গণিত) ল্যাব স্থাপন।
পাঞ্জাবে Schools of Eminence চালু করা।
নতুন Centers of Excellence স্থাপন।
চকওয়ালে শহুরে পরিবহন উন্নত করতে ইলেকট্রিক বাসের চালু করা।
উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক আবেগপূর্ণ মুহূর্তের সাক্ষী থেকেছেন উপস্থিতরা। একজন দৃষ্টিহীন শিক্ষার্থী পিয়ানোতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং মুখ্যমন্ত্রী তাকে বিশেষ পুরস্কার প্রদান করেন। আরেকজন দৃষ্টিহীন শিক্ষার্থীকে তিনি ব্যক্তিগতভাবে মঞ্চে সহায়তা করেছেন। শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন, এবং প্রথমবারের মতো পুলিশ কন্টিঙ্গেন্ট যুব শিক্ষার্থীদের গার্ড অফ অনার প্রদান করে।
সূত্র: গালফ নিউজ
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    