শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক স্থাপনায় মোসাদের নারীদের গুপ্ত অভিযান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
মোসাদের প্রতিকী ছবি
expand
মোসাদের প্রতিকী ছবি

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে, তারা ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য রাখে। তেহরান যদি এগুলোর ব্যবহার শুরু করার চেষ্টা করে, মোসাদ তা প্রতিহত করার সক্ষমতা রাখে। খবরটি প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট রবিবার, অজ্ঞাত সূত্রের বরাতে।

সূত্র জানিয়েছে, ইসরায়েলের জুন মাসের বিমান হামলার সময় ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় কয়েক ডজন নারী মোসাদ এজেন্ট মোতায়েন করা হয়েছিল, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার হিসাব অনুযায়ী, হামলার আগে ইরানের কাছে ছিল ৪৪০.৯ কেজি (প্রায় ৯৭২ পাউন্ড) ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম। আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে চাপ দিচ্ছে যে, তারা কি অস্ত্র তৈরির উপাদান মজুত করছে কিনা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার স্বীকার করেন, হামলার পর ইউরেনিয়ামের মজুদ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তিনি বলেন, এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।

জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা জানিয়েছে, হামলার পর ইরানে তারা সরাসরি কোনো কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেনি।

মোসাদ সূত্রে জানা গেছে, যদি ইরান দ্রুত তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন শুরু করে, তবে একটি পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রায় দুই বছর সময় লাগবে।

জেরুজালেম পোস্ট জানায়, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার সময় মোসাদ নারীদের নিযুক্ত করেছিল। সংস্থার পরিচালক ডেভিড বার্নিয়া তাদের কর্মকাণ্ডকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন।

গোপনীয়তা বজায় রাখতে এদের সঠিক কার্যক্রম প্রকাশ করা হয়নি। তবে জানা যায়, নারীরা নজরদারি, গতিশীল অভিযান এবং রাডার, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে কার্যক্রমে নিয়োজিত ছিলেন। মোসাদ এছাড়া ইরান অভ্যন্তরে ভিন্নমতাবলম্বী এজেন্টকেও ব্যবহার করেছে।

বার্নিয়া প্রায় শত শত এজেন্টকে একই সময়ে ইরানে পাঠিয়েছিলেন। এদের লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র স্থাপন, রাডার প্ল্যাটফর্ম এবং ইসরায়েলি জেট আঘাতপ্রাপ্ত স্থান। মোসাদ ক্রমবর্ধমানভাবে নারীদের বিভিন্ন গুপ্তচরী অভিযানেও নিযুক্ত করছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন