শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২২ বছরে প্রথম লাল কার্ড, মহাবিপদে রোনালদো

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো
expand
ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের হয়ে আন্তর্জাতিক মাটিতে ২২ বছরের ক্যারিয়ারে ২২৫ ম্যাচ খেলা ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন।

বৃহস্পতিবার রাতের ২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ঘটনার পর পর্তুগালের বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ ঝুঁকিতে পড়েছে।

ম্যাচে রোনালদো আয়ারল্যান্ডের ডিফেন্ডার দারা ও’শেরাকে দ্বিতীয়ার্ধে কনুই মারে। প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিডিও রিভিউয়ের পর তা লাল কার্ডে রূপান্তরিত হয়।

আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার প্রথম লাল কার্ড। তবে মোট হিসাব করলে এটি রোনালদোর ১২তম লাল কার্ড; সর্বশেষ তিনি এটি আল নাসরের হয়ে আল হিলালের বিপক্ষে পেয়েছিলেন।

৪০ বছর বয়সী রোনালদো এই ঘটনায় বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করতে পারেন। মাঠ ছাড়ার সময় তিনি আয়ারল্যান্ড সমর্থকদের বিদ্রূপের জবাবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হাততালি ও থাম্বস-আপ দিয়েছেন।

ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী গুরুতর ফাউলের জন্য কমপক্ষে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়, আর সহিংস আচরণ বা কনুই মারার মতো কার্যকলাপের ক্ষেত্রে তিন ম্যাচের ন্যূনতম নিষেধাজ্ঞা কার্যকর হয়। তবে এই বিধি কেবল প্রতিযোগিতামূলক ম্যাচে প্রযোজ্য; প্রস্তুতি ম্যাচে নয়।

রোনালদো ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তিনি টানা ষষ্ঠ বিশ্বকাপে খেলতে চান। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর, ওয়াশিংটন ডিসিতে।

গ্রুপ এফ-এ পর্তুগাল বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। হাঙ্গেরি দুই পয়েন্ট পিছিয়ে এবং আয়ারল্যান্ড ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন