শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের কাছে ধাক্কা খেল পর্তুগাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম
রোনালদোর লাল কার্ডের রাতে হারল পর্তুগাল
expand
রোনালদোর লাল কার্ডের রাতে হারল পর্তুগাল

বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। প্রত্যাশার বিপরীতে রোমাঞ্চকর সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর লাল কার্ড এবং রক্ষণভাগের ভুলে হার একসঙ্গে বরণ করতে হয় পর্তুগালকে।

২০০৫ সালের পর এই প্রথম পর্তুগালের বিরুদ্ধে জয় তুলে নিল আয়ারল্যান্ড ফলে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকছে স্বাগতিকদের জন্য। পুরো ম্যাচে আক্রমণ আর বল দখলে আধিপত্য দেখালেও গোলের সামনে গিয়ে ব্যর্থ হয় পর্তুগিজরা। শুরুতে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর প্রথমার্ধে দুই গোল হজম করে চাপে পড়ে তারা।

১৭ মিনিটে কর্নার থেকে পাওয়া পাসে ট্রয় প্যারটের মাথা ছুঁয়ে আয়ারল্যান্ডের প্রথম গোল আসে। বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে একক নৈপুণ্যে আরও একবার পর্তুগিজ রক্ষণ ভেদ করেন তিনি নিজস্ব জোড়া গোলে আয়ারল্যান্ডকে শক্ত অবস্থায় নিয়ে যান প্যারট।

দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও কঠিন হয় রোনালদোর লাল কার্ডে। ৬১ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কিতে কনুই ব্যবহার করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও, ভিএআরের পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখানো হয়। তাঁর ক্যারিয়ারে এটি ১৩তম লাল কার্ড।

১০ খেলোয়াড় নিয়ে বাকি সময়টা ঘুরে দাঁড়াতে পারেনি পর্তুগাল। বারবার আক্রমণ সাজিয়েও গোলের দেখা মিলেনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদো-ব্রুনোদের।

তবে এই হারেও ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল, ফলে তাদের বিশ্বকাপের পথ এখনো অক্ষুণ্ন আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন