

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ব্রাজিল। উদ্বোধনী ম্যাচে হন্ডুরাসকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখিয়েছে তরুণ সেলেসাওরা। এবার তারা ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এইচ’ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) দোহার অ্যাস্পায়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ধরে রাখে ব্রাজিল। গতি, কৌশল ও নির্ভুল পাসে প্রতিপক্ষকে চাপে রাখে দলটি। খেলার মাত্র তৃতীয় মিনিটেই লুইস এডুয়ার্ডোর শটে এগিয়ে যায় তারা।
৩৩তম মিনিটে ইন্দোনেশিয়ার ডিফেন্ডার পুটু পাঞ্জির আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে যায় ২-০ তে। এরপর ৩৯তম মিনিটে মোরাইসের নিখুঁত শটে তৃতীয় গোল পায় ব্রাজিল, ফলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধান তৈরি হয়।
দ্বিতীয়ার্ধে ইন্দোনেশিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হয়নি। বরং ৫৮তম মিনিটে রুয়ান পাবলোর গোল ব্রাজিলের জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেয়। বাকি সময় আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে তরুণ সেলেসাওরা।
দুই ম্যাচে টানা জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী সোমবার তাদের প্রতিপক্ষ জাম্বিয়া।
মন্তব্য করুন
