

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংরেজি নববর্ষ ২০২৬ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব ফুটবল পা রাখল এক ব্যস্ত ও ঐতিহাসিক বছরে। কারণ এই বছরই অনুষ্ঠিত হবে ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ।
বিশ্বকাপের পাশাপাশি পুরো বছরজুড়ে চলবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, নারী চ্যাম্পিয়ন্স লিগ, আফ্রিকান ও এশিয়ান ক্লাব প্রতিযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্লে-অফ। নিচে মাসভিত্তিক তুলে ধরা হলো ২০২৬ সালের গুরুত্বপূর্ণ ফুটবল সূচি।
জানুয়ারি: আফ্রিকা ও ইউরোপে উত্তাপ
৩–৫ জানুয়ারি: আফ্রিকান নেশন্স কাপ, শেষ ষোল
৯–১০ জানুয়ারি: কোয়ার্টার ফাইনাল (মরক্কো)
১৭ জানুয়ারি: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
১৮ জানুয়ারি: ফাইনাল (রাবাত)
২০–২১ জানুয়ারি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
২২ জানুয়ারি: উয়েফা ইউরোপা লিগ
২৩–২৫ জানুয়ারি: সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ
২৮ জানুয়ারি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ফেব্রুয়ারি: প্লে-অফের মাস
১ ফেব্রুয়ারি: সিএএফ কনফেডারেশন্স কাপ
৬–৮ ফেব্রুয়ারি: সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ
১১–১২ ফেব্রুয়ারি: নারী চ্যাম্পিয়ন্স লিগ, প্লে-অফ (১ম লেগ)
১৭–১৮ ফেব্রুয়ারি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ (১ম লেগ)
২৪–২৫ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ (২য় লেগ)
২৬ ফেব্রুয়ারি: ইউরোপা ও কনফারেন্স লিগ প্লে-অফ (২য় লেগ)
মার্চ: নকআউট লড়াই শুরু
২–৪ মার্চ: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল (১ম লেগ)
১০–১১ মার্চ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল (১ম লেগ)
১২ মার্চ: ইউরোপা ও কনফারেন্স লিগ, শেষ ১৬
১৭–১৮ মার্চ: চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল (২য় লেগ)
২৬ মার্চ: বিশ্বকাপ ইউরোপীয় প্লে-অফ সেমিফাইনাল
৩০ মার্চ: ইউরোপীয় প্লে-অফ ফাইনাল
৩১ মার্চ: ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ফাইনাল
এপ্রিল: সেমিফাইনালের দৌড়
৭–৮ এপ্রিল: চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল (১ম লেগ)
১৪–১৫ এপ্রিল: কোয়ার্টার ফাইনাল (২য় লেগ)
১৭–২৫ এপ্রিল: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট (সৌদি আরব)
২৮–২৯ এপ্রিল: চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল (১ম লেগ)
মে: শিরোপা নির্ধারণের মাস
১৩ মে: ইতালিয়ান কাপ ফাইনাল (রোম)
১৬ মে: ইংলিশ এফএ কাপ ফাইনাল (ওয়েম্বলি)
২০ মে: উয়েফা ইউরোপা লিগ ফাইনাল
২৩ মে: নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (ওসলো)
২৩ মে: জার্মান কাপ ফাইনাল (বার্লিন)
২৪ মে: ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ-এর শেষ দিন
৩০ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (হাঙ্গেরি)
জুন–জুলাই: বিশ্বকাপের উত্তেজনা
১১–২৮ জুন: বিশ্বকাপ গ্রুপ পর্ব
২৯ জুন–৩ জুলাই: শেষ ৩২
৪–৭ জুলাই: শেষ ১৬
৯–১১ জুলাই: কোয়ার্টার ফাইনাল
১৪ জুলাই: সেমিফাইনাল (আর্লিংটন)
১৫ জুলাই: সেমিফাইনাল (আটলান্টা)
১৮ জুলাই: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
১৯ জুলাই: বিশ্বকাপ ফাইনাল (ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র)
আগস্ট ও ডিসেম্বর
১২ আগস্ট: ইউরোপিয়ান সুপার কাপ (অস্ট্রিয়া)
৬ ডিসেম্বর: ইউরো ২০২৮ বাছাইপর্ব ড্র (বেলফাস্ট)
২০২৬ সাল তাই ফুটবলপ্রেমীদের জন্য শুধুই একটি বছর নয়—বরং উত্তেজনা, স্মৃতি আর ইতিহাস গড়ার এক পূর্ণাঙ্গ অধ্যায়।
মন্তব্য করুন

