সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে এমবাপ্পের ম্যাজিক, রোনালদোর কীর্তি ছুঁয়ে জিতল রিয়াল

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এএম
কিলিয়ান এমবাপ্পে
expand
কিলিয়ান এমবাপ্পে

কোপা দেল রেতে জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে।

এবার লা লিগার মঞ্চে সেই রেকর্ডে সরাসরি ভাগ বসালেন ফরাসি তারকা। সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসে রোনালদোর সঙ্গে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় নিজের নাম লেখালেন এমবাপ্পে।

শনিবার (২০ ডিসেম্বর) লা লিগায় নিজেদের মাঠে সেভিয়াকে ২-০ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের হয়ে গোল দুটি করেন জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে।

এর মাধ্যমে এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৫৯ গোল করার রেকর্ডে পৌঁছান এমবাপে। এতদিন এই কীর্তিটি এককভাবে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। চলতি মৌসুমে ফরাসি তারকার গোলসংখ্যাও এখন ৫৯।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে লিড নেয় লস ব্লাঙ্কোসরা। ৩৮ মিনিটে রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক থেকে নিখুঁত হেডে বল জালে পাঠান জুড বেলিংহাম। এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সেভিয়া। তবে তাদের সে আশা অনেকটাই ভেঙে যায় মার্কাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। বেলিংহামকে ফাউল করায় ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা, যা রিয়ালের কাজ আরও সহজ করে দেয়।

ম্যাচের শেষ দিকে রিয়াল পায় পেনাল্টির সুযোগ। ৮৬ মিনিটে হুয়ানলু সানচেজ রদ্রিগোকে ফাউল করলে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। নিজের ২৭তম জন্মদিনে সেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করার পাশাপাশি রোনালদোর ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেন এমবাপ্পে।

ম্যাচ শেষে মাদ্রিদ টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেন, “আজ দিনটি আমার জন্য বিশেষ। জন্মদিনে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে খেলতে পারা আমার স্বপ্নের মতো। বছরের শেষটা ভালো ফল দিয়ে শেষ করাই লক্ষ্য ছিল। আর ক্রিশ্চিয়ানোর রেকর্ড ছুঁতে পারা আমার জন্য অনেক বড় সম্মান। তিনি আমার আইডল, রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন।”

এই জয়ের ফলে লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল কার্লো আনচেলত্তির দল। জন্মদিনের রাতে এমবাপের গোল ও রেকর্ডে রাঙা হলো সান্তিয়াগো বার্নাব্যু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X