রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘরের মাঠে এগিয়ে থেকেও জয় হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ওল্ড ট্রাফোর্ডে নিজেদের মাঠে পয়েন্ট হাতছাড়া করল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে লিড নেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রেড ডেভিলসকে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তারে উদ্যোগী ছিল স্বাগতিকরা। আক্রমণের পর আক্রমণ সাজালেও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। ওয়েস্টহ্যামও পাল্টা আক্রমণে কয়েকবার চাপ সৃষ্টি করলেও গোলের আনন্দ মেলেনি কারো।

বিরতি থেকে ফিরে ৫৮তম মিনিটে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান দিয়োগো দালোত। বক্সের ভেতর গোলমাল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাস বাড়লেও শেষ দিকে এসে ম্যাচের গতিপথ বদলে যায়।

৮৩ মিনিটে ওয়েস্টহ্যামের মিডফিল্ডার মাগাসা দুর্দান্ত এক প্লেসিং শটে গোল করে স্কোরলাইন সমতায় ফিরিয়ে আনেন। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও আর লিড নিতে পারেনি ম্যানইউ।

এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ এখন ২২ পয়েন্ট—লিগ টেবিলে অবস্থান অষ্টম। অন্যদিকে ১২ পয়েন্ট পাওয়া ওয়েস্টহ্যাম ইউনাইটেড রয়েছে অবনমন অঞ্চলের ঠিক উপরে, ১৮তম স্থানে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X