রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যেভাবে দেখবেন আজকের বাংলাদেশ বনাম আজারবাইজান নারী দলের ম্যাচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
বাংলাদেশ নারী ফুটবল দল
expand
বাংলাদেশ নারী ফুটবল দল

ঢাকায় চলমান ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের শেষ ও শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ নারী ফুটবল দল এবং ইউরোপের আজারবাইজান নারী দল। ইউরোপীয় দলের বিপক্ষে এটি বাংলাদেশের সিনিয়র নারীদের প্রথম ম্যাচ, তাই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা অনেক বেশি।

ম্যাচের সময়

প্রতিপক্ষ: বাংলাদেশ নারী দল বনাম আজারবাইজান নারী দল

তারিখ: ২ ডিসেম্বর

সময়: সন্ধ্যা ৭:০০টা

ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা

সরাসরি খেলা দেখার উপায়

১️. টেলিভিশনে লাইভ

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস (T Sports)। টিভিতে স্পষ্টভাবে খেলা উপভোগ করতে সরাসরি চ্যানেলটি দেখতে পারবেন।

২️. মোবাইল অ্যাপে লাইভ স্ট্রিম

মোবাইলে দেখার জন্য রয়েছে টফি অ্যাপ (Toffee App)। অ্যান্ড্রয়েড বা আইফোনের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সহজেই ম্যাচটি লাইভ দেখা যাবে। গত ম্যাচের মতো এই ম্যাচটিও টফিতে সম্প্রচার করা হবে।

৩️. অনলাইনে অনুসন্ধান করে

ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে “Bangladesh vs Azerbaijan Live” কিংবা “বাংলাদেশ আজারবাইজান লাইভ” লিখে সার্চ দিলে বিভিন্ন স্পোর্টস পেজ বা ব্যক্তিগত স্ট্রিম থেকেও লাইভ দেখা যেতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X