রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টানা তিন হারের পর জয়ের দেখা পেল লিভারপুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হোঁচট খাওয়া লিভারপুল শেষ পর্যন্ত স্বস্তির জয় তুলে নিল। প্রিমিয়ার লিগে দীর্ঘদিন পর জয়ের হাসি ফিরল আর্নে স্লটের শিষ্যদের মুখে।

রোববার (৩০ নভেম্বর) ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয় পায় গত মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

ম্যাচে লিভারপুলের হয়ে গোল করেন আলেকসান্দার ইসাক ও কোডি গাকপো। ইসাকের এটি ছিল লিভারপুল জার্সিতে লিগে তার প্রথম গোল।

১৩ ম্যাচে এটি লিভারপুলের সপ্তম জয়। পয়েন্ট দাঁড়িয়েছে ২১ টেবিলে অবস্থান অষ্টম। অন্যদিকে ১০ জন নিয়ে খেলা শেষ করা ওয়েস্ট হ্যাম ১১ পয়েন্ট নিয়ে আছে ১৭তম স্থানে।

দীর্ঘদিন লিভারপুলের আক্রমণের প্রধান ভরসা ছিলেন মোহাম্মদ সালাহ। তবে সাম্প্রতিক নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে ম্যাচটিতে তাকে একাদশে রাখেননি আর্নে স্লট। ক্লপ-পরবর্তী যুগে এই প্রথমবার বেঞ্চে বসেন মিশরীয় তারকা।

তার স্থানে আক্রমণভাগে ইসাক ও ফ্লোরিয়ান ভির্টৎসকে রেখে দল সাজান কোচ। ম্যাচের শুরু থেকেই দুজনই কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন। ২১তম ও ৩৯তম মিনিটে গোলের সম্ভাবনা তৈরি হলেও ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আলফোঁস আরিওলা সেই সুযোগ নস্যাৎ করে দেন।

৬০তম মিনিটে গাকপোর কাটব্যাক থেকে ইসাক প্রথম ছোঁয়াতে নেওয়া শটে দলকে এগিয়ে দেন। গত সেপ্টেম্বরে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়া এই স্ট্রাইকারের এটি প্রিমিয়ার লিগের প্রথম গোল।

৮১তম মিনিটে মাঝমাঠে সোবোসলাইকে ফাউল করার পর রেফারির সঙ্গে দুবার তর্কে জড়ান লুকাস পাকেতা। প্রথমে হলুদ, কিছুক্ষণ পর সরাসরি দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় অতিথি দলকে।

যোগ করা সময়ে জো গোমেজের দুর্দান্ত লম্বা পাস বুকে নামিয়ে শট নেন গাকপো। বল জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ২-০। সেই গোলেই নিশ্চিত হয় লিভারপুলের কাঙ্ক্ষিত জয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X