শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ সুপার ফোরে ওঠার লড়াই টাইগারদের! 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ আজ
expand
শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ আজ

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে এশিয়ার অন্যতম উত্তেজনাপূর্ণ লড়াইয়ে পরিণত হয়েছে দুই দলের খেলা।

আজ রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সাম্প্রতিক সময়ে এ দুই দলের লড়াই সবসময়ই বাড়তি উত্তেজনা তৈরি করে।

এদিকে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে টাইগাররা। এবার শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে ওঠার সম্ভাবনা তৈরি হবে।

ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর বলেছেন, বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তবে সুপার ফোরে জায়গা পাওয়া সহজ হবে।

তিনি মনে করেন, বাংলাদেশ ইতোমধ্যে একটি ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে, যা তাদের বাড়তি সুবিধা দেবে। অন্যদিকে শ্রীলঙ্কা দেরিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে প্রথম ম্যাচ খেলতে নামবে।

জাফর বলেন, “বাংলাদেশ জয় পেয়েছে, কন্ডিশন ভালোভাবে বুঝেছে। তাই এই ম্যাচ লঙ্কানদের চেয়ে টাইগারদের জন্য সহজ হতে পারে।”

যদিও সামগ্রিক পরিসংখ্যানে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা এগিয়ে, তবে গত জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সিরিজে বাংলাদেশ জিতেছিল। জাফরের মতে, এবারের ম্যাচে জয়টাই হতে পারে বাংলাদেশের জন্য বড় টার্নিং পয়েন্ট।

তিনি আরও বলেন, “বাংলাদেশকে কখনো সুপার ফোরের দৌড় থেকে বাদ দেওয়া যাবে না। শ্রীলঙ্কা প্রথম ম্যাচ খেলবে, আর বাংলাদেশ আগেই কন্ডিশনের অভিজ্ঞতা নিয়েছে। জয় পেলে তারা সরাসরি সুপার ফোরে চলে যাবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন