

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের পর সেঞ্চুরি ছুঁয়ে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যদিও শতকের পরই বিদায় নিতে হয়েছে তাকে।
১১২ বল মোকাবিলা করে ১৪টি বাউন্ডারিতে ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক পূর্ণ করেন শান্ত। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে সুইপ করে দুইবার রান নিয়ে শতকে পৌঁছান তিনি, এরপর হেলমেট খুলে উল্লাসে ভাসেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি, একই বোলারের ডেলিভারিতে ১০০ রানে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় সাজঘরে।
সিলেটেই ২০২৩ সালে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১০৫ রানের ইনিংস। এবার সেই মাঠেই আবারও সেঞ্চুরি তুলে নিজের নেতৃত্বে ফেরাটা রাঙিয়ে তুললেন তিনি। এটি তার শেষ তিন টেস্টের পাঁচ ইনিংসে তৃতীয় শতক। গত জুনে গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন শান্ত। এরপর নেতৃত্ব ছাড়লেও আবার দায়িত্ব পেয়ে দারুণভাবে ফিরলেন।
দিনের শুরুতে দ্বিশতকের স্বপ্নভঙ্গ হয় মাহমুদুল হাসান জয়ের, ১৭১ রানে থামেন তিনি। মুমিনুল হক করেন ৮২, আর অভিজ্ঞ মুশফিকুর রহিম ২৩ রানে আউট হন। এরপর লিটন দাস ৬৬ বলে ঝড়ো ৬০ রান করে শান্তর সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন, কিন্তু বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২৯ ওভারে ৬ উইকেটে ৫৪৫ রান, লিড ২৫৯। মেহেদী হাসান মিরাজ ১৩ রানে অপরাজিত, সঙ্গে আছেন অভিষিক্ত হাসান মুরাদ।
মন্তব্য করুন
