

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওয়ানডে সিরিজে সাফল্যের পর টি-টোয়েন্টিতে এসে হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পরাজিত হয়েছে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছেন লিটন দাসরা। সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। অন্যদিকে, এই ম্যাচে জয় পেলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিতে পারবে ওয়েস্ট ইন্ডিজ।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
একাদশে পরিবর্তন
গুরুত্বপূর্ণ এই ম্যাচে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে ফিরেছেন জাকের আলি।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
মন্তব্য করুন
