রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে পিএসএল আয়োজন করবে পাকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
পাকিস্তান সুপার লিগ
expand
পাকিস্তান সুপার লিগ

আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামীতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ এবং আন্তর্জাতিক ম্যাচে কাশ্মীরে আয়োজন করতে চায় পিসিবি।

সম্প্রতি লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত পিএসএলের একটি রোডশোতে এই ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

তিনি জানান, মুজাফফরাবাদ স্টেডিয়ামে পিএসএল আয়োজনের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। ভেন্যুটিকে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে উন্নয়নের উদ্যোগ নিয়েছে বোর্ড। নাকভি বলেন,‘মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামকে আমরা সর্বোচ্চ মানে উন্নত করব।’

পিসিবি চেয়ারম্যান আরও নিশ্চিত করেন যে আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা মুজাফফরাবাদে বিদ্যমান। সেখানে পাঁচতারকা মানের হোটেলসহ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মতো পরিবেশ তৈরি আছে।

এছাড়া শুধু পিএসএল নয়, ভবিষ্যতে আজাদ জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। তবে মুজাফফরাবাদে কয়টি পিএসএল ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই সংখ্যাটি এখনো চূড়ান্ত করেনি পিসিবি।

২০১৬ সালে পাঁচ দল নিয়ে যাত্রা শুরু করেছিল পিএসএল। মাঝে এক দল বাড়ানো হয়েছিল টুর্নামেন্টে, তবে আগামী সংস্করণ থেকে যোগ হতে যাচ্ছে আরও দুটি নতুন দল। এর ফলে টুর্নামেন্টের ১১তম আসর থেকেই পিএসএল আট দলের লিগে রূপ নেবে। আগামী বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে পিএসএল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X