রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে তানজিদ তামিমের বিশ্বরেকর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
তানজিদ হাসান তামিম
expand
তানজিদ হাসান তামিম

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুর্দান্ত একটি রেকর্ড গড়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম। মাঠে গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল ও বেন হোয়াইট—এই পাঁচজনের ক্যাচ ধরেই তিনি গড়েন বিরল এক কীর্তি।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কোনো ফিল্ডারের এক ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার প্রথম উদাহরণ এখন তামিমই। পুরো টি-টোয়েন্টি ইতিহাসেও এত ক্যাচ নেওয়া আউটফিল্ডারের সংখ্যা মাত্র তিনজন—মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা, সুইডেনের সেদিক সাহাক এবং সর্বশেষ বাংলাদেশি তরুণ তানজিদ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করে আইরিশরা ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয়। পল স্টার্লিং করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নেন তিনটি করে উইকেট।

পাওয়ার প্লের শুরুটা ভালো হলেও পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। বিশেষ করে রিশাদের লেগ স্পিনে তারা চাপে পড়ে এবং আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X