শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে শিশির মনিরের রহস্যময় পোস্ট, আগামী সপ্তাহে কি ঘটতে পারে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৩৮ এএম
শিশির মনির
expand
শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বুধবার (২২ অক্টোবর) রাতে তার ভেরিফায়ড ফেসবুক একাউন্টে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, “আগামী সপ্তাহ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় হবে, ইনশাল্লাহ।” এই পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে এখনও স্পষ্ট নয়, তিনি কোন বিষয়কে ইঙ্গিত দিয়েছেন।

এর আগে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির নেতারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

পরবর্তীতে বুধবার (২২ অক্টোবর) জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দও প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন