

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামে হাটহাজারী থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মো. রায়হান (২৬) নামের ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। বর্তমানে তিনি কোনো পদে নেই।
ঘটনার সময় হাটহাজারী থানার ভবনের ভেতরে তিনি পুলিশ সদস্যদের মারধর ও ধাক্কাধাক্কি করেন, পুলিশের কাজে বাধা দেন এবং ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, এর আগে হাটহাজারীতে এক স্কুলছাত্রকে সহপাঠীদের হাতে খুন করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। রাতে তাদের মুক্তির চেষ্টা করতে থানায় গিয়ে রায়হান হুমকি দেন। পরবর্তীতে দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর সময় পুলিশ রায়হানকে ধরে ফেলেন।
ঘটনার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে, ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচনের সময় নির্বাচন কেন্দ্রের একটি গেটে বিএনপি-ছাত্রদল ও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের মুখোমুখি সংঘর্ষে পুলিশের উপর ইটপাটকেল ছোঁড়ে। ওই ঘটনায় পুলিশ কর্মকর্তা তারেক আজিজ মাথায় আঘাত পান।
মামলার শুনানি শেষে বুধবার আদালতের মাধ্যমে রায়হানকে কারাগারে পাঠানো হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    