শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

 নির্বাচনের তফসিল ঘোষণা কবে জানাল ইসি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
expand
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। আমরা চাই রমজান মাস শুরুর আগেই নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করতে।

গণভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, গণভোট নির্বাচন আগে হবে না পরে হবে—এই বিষয়টি এখনও কমিশনের আলোচনায় ওঠেনি। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য আমরা পাইনি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর প্রসঙ্গে তিনি বলেন, এটি পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা সংশ্লিষ্ট সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছি।

নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দল, প্রশাসন ও জনগণের সহযোগিতা পেলে কমিশন একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের আগে আচরণবিধি ও প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়েছে। পাশাপাশি নভেম্বর মাস থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

একই সঙ্গে কারাগারে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সূত্র, বাসস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন