

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় থাকে দর্শনার্থীদের বাড়তি ভিড়।
এর মধ্যেই বিকেল পৌনে ৫টার দিকে একটি সিংহী খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত দর্শনার্থীদের বের করে দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।
প্রায় দুই ঘণ্টা পর, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে সিংহীটিকে অচেতন করা হয়।
পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেটিকে পুনরায় খাঁচায় নেওয়া হয়।
ঘটনাটি উল্লেখ করে জনপ্রিয় কবি ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ শুক্রবার (৫ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন।
তিনি লেখেন, ‘মিরপুর চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালানো বেকুব সিংহটার জন্য খারাপ লাগছে।’
এরপর ইমতিয়াজ যোগ করেন, ‘বোকা সিংহীটা এখনো টের পায় নাই যে, পুরো দেশটাই একটা চিড়িয়াখানা।’
তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
ব্যঙ্গ, রসবোধ ও সমসাময়িক বিষয়কে আলাদা দৃষ্টিতে দেখার ক্ষমতার জন্য আলোচিত ইমতিয়াজ এর আগেও বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়ে সাড়া ফেলেছেন।
ইমতিয়াজ মাহমুদ প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি বরিশাল সিটি করপোরেশনে কর্মরত।
ভারতের পশ্চিমবঙ্গেও তিনি জনপ্রিয়।
১৯৮০ সালে ঝালকাঠিতে জন্ম নেওয়া ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি ছিলেন সাংবাদিক, এএফপি-র বাংলা বিভাগে সহ-সম্পাদক হিসেবে কাজ করেন।
পরে যোগ দেন প্রশাসনে। তার কবিতার বই ‘পেন্টাকল’ পশ্চিমবঙ্গের মর্যাদাপূর্ণ কৃত্তিবাস পুরস্কার লাভ করে।
ভাবনার গভীরতা, ভাষার স্বকীয়তা ও ব্যতিক্রমী উপমার জন্য তিনি তরুণদের কাছে বিশেষভাবে পরিচিত।
মন্তব্য করুন

