

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তোলা এক অসাধারণ ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
ছবিতে মক্কার উজ্জ্বল দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে ফ্রেমের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে কাবা। মহাকাশ থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে থেকেও এটি আলোকবিন্দুর মতো স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ডন পেটিট তার চতুর্থ মহাকাশ মিশনে নিক্কন ক্যামেরার উচ্চক্ষমতাসম্পন্ন লেন্স ব্যবহার করে ছবিটি তোলেন।
ছবিতে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে বিস্তৃত নগরী মক্কা এবং মসজিদুল হারামের অবস্থান স্পষ্ট। কালো কিসওয়া কাপড়ে ঢাকা ঘনকাকৃতি কাবা মহাকাশ থেকে আলোর প্রতিফলনে উজ্জ্বল বিন্দুর মতো প্রদর্শিত হচ্ছে।
রাতের সময় মহাকাশ থেকে সাধারণ শহরগুলো আলোক দূষণের কারণে ছোট ছোট আলোকবিন্দুর মতো দেখা যায়।
কিন্তু কাবার আলো এত উজ্জ্বল কেন? কারণ, মসজিদুল হারাম ২৪ ঘণ্টা আলোকসজ্জিত থাকে।
আরব উপদ্বীপের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার বেগে অতিক্রম করার সময় পেটিট দীর্ঘ এক্সপোজার ব্যবহার করে ছবি তোলেন, যার ফলে শহর ও পাহাড়ের ভেতরের সড়কগুলোও স্পষ্টভাবে ধরা পড়ে।
ডন পেটিটের এসব মহাকাশ-ফটোগ্রাফি শুধুই সৌন্দর্য নয়, এগুলো মানবতার আধ্যাত্মিক ও নক্ষত্রখচিত মহাজাগতিক দৃশ্যের এক অনন্য বার্তা বহন করছে।
তার সাম্প্রতিকতম ছবি যেন পৃথিবীর আকাশের নিচে কাবার অমলিন উপস্থিতির সাক্ষ্য বহন করছে।
মন্তব্য করুন

