

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের সময় নূরুল ইসলাম বুলবুল পিছন থেকে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়, পুরো দেশের সম্পদ।
সাদিক কায়েম আরও বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির এমন একটি সংগঠন যেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বা ধর্ষণ নেই। তিনি উপস্থিত নারী-পুরুষদের প্রতি আহ্বান জানান, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বৈষম্যহীন ও ন্যায়নিষ্ঠ নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় হওয়া প্রয়োজন।
অতীতে বিভিন্ন দল ক্ষমতায় বসলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি।
জামায়াতে ইসলামী সরকার গঠিত হলে প্রথমেই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যুব সমাজের জন্য প্রয়োজনীয় প্রকল্প চালু করে বেকারত্ব দূর করা হবে। ছাত্র-যুব সমাজকে ইসলামী সমাজ বিনির্মাণে জুলাই বিপ্লবের চেতনায় এগিয়ে আসতে হবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সভাপতিত্বে এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাজশাহী মহানগরী আমির ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান প্রমুখ।
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সকল উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর ও সেক্রেটারিসহ সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন