

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও বহিস্কারের দাবিতে মান্নান বিরোধী মশাল মিছিলে গিয়াস উদ্দিনের অনুসারী দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের মুল ফটকের সামনে এ মারামারির ঘটনা ঘটে।
দুই গ্রুপের মারামারিতে মো: লোকমান নামের এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা যায়, বিতর্কিত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো: শহিদুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও বহিস্কারের দাবিতে মান্নান বিরোধী মশাল মিছিলে অংশ নেন। মশাল মিছিলটি কাঁচপুর লেন্ডিং স্টেশন থেকে হয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের মুল ফটকের সামনে পৌঁছালে কথা কাটাকাটির জের ধরে মিছিলে অংশ নেওয়া বিএনপির দুই গ্রুপের সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়।
পরে নেতাকর্মীরা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে মারামারি দৃশ্য ক্যামেরায় বন্দী করতে গেলে নিজেকে বিএনপি দাবি করা সাগর নামের এক ব্যক্তি সাংবাদিকদের বাঁধা দেন। সাংবাদিকদের মুঠোফোন হাতিয়ে নেওয়ারও চেষ্টা করেন তিনি।
এদিকে বিএনপির নেতৃত্ব দেওয়া বিতর্কিত বিএনপি নেতা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো: শহিদুল ইসলাম বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের অনুসারী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের কেন্দ্রীয় নেতারা তাকে তলবও করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো: শহিদুল ইসলাম জানান, মোবাইল চুরিকে কেন্দ্র করে মূলত এ ঘটনা ঘটেছে। এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।
মন্তব্য করুন