রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বাবা, তোমার সঙ্গে বেহেশতে দেখা হবে’

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
মা-বাবা ও বোনের সঙ্গে রাফি-ফাইল ছবি
expand
মা-বাবা ও বোনের সঙ্গে রাফি-ফাইল ছবি

পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পের সময় মাথায় ইট পড়ে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি (২৩)-এর মা নুসরাত জাহান নিপা শেষ বিদায় জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।

তিনি দোয়া করেন, ‘বেহেশতে দেখা হবে।’

শনিবার (২২ নভেম্বর) বাদ আসর রাফিকে বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে দাদা ও চাচার কবরের পাশে দাফন করা হয়। এর আগে বাদ জোহর শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

রাফির মামা ও সহপাঠী নাহিয়ান ইসলাম অন্তর জানান, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল। শনিবার সকালে রাফির লাশ বগুড়া শহরের সুত্রাপুরের বাড়িতে আনা হয়।

পৃথক অ্যাম্বুলেন্সে মা নিপাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাদ জোহরের সময় বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মায়ের কাছে মৃত্যুর সংবাদ জানানো হয়নি। বিকালে রাফির লাশ বগুড়া শজিমেক হাসপাতালে আনা হলে তাকে ছেলে রাফির কফিনের পাশে বসানো হয়। খবর জানতে পেরে মা কান্নায় ভেঙে পড়েন এবং আহাজারি করতে থাকেন।

কফিনের পাশে দাঁড়িয়ে তিনি ছেলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং বলেন, “বাবা, তোমার সঙ্গে বেহেশতে দেখা হবে।” এই মুহূর্তে উপস্থিত সবাই কাঁদতে থাকেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন