রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প হলে কী করবেন জেনে নিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:১৬ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

শুক্রবারের ভূমিকম্পে হঠাৎ সারা দেশ কেঁপে ওঠে, এতে হতাহতের পাশাপাশি চরম উদ্বেগের সৃষ্টি হয়। এরপর শনিবার আবারও দুই দফা আফটারশক অনুভূত হয় দেশের বিভিন্ন এলাকায়।

এমন পরিস্থিতিতে জনমনে আতঙ্ক বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, সঠিক তথ্যের অভাব ও অপতথ্যের কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের প্রভাষক জাওয়াদ ইবনে ফরিদ দ্য ডেইলি স্টারকে জানান, ‘ভূমিকম্প মোকাবিলায় সবচেয়ে বড় বাধা হলো বিভ্রান্তি ও অপতথ্যের বিস্তার।’

তিনি বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কোনো বৈজ্ঞানিক উপায় নেই। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ‘পূর্বাভাস’ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অসচেতনভাবে তাড়াহুড়ো করে ভবন ছাড়তে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

জাওয়াদ ইবনে ফরিদ আরও বলেন, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত সতর্কতামূলক বার্তা প্রচারের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এ ছাড়া তিনি ভূমিকম্পের সময় ডি.সি.এইচ—ড্রপ, কভার, হোল্ড—পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন।

নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ফেমা (ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি) ভূমিকম্পের সময় ডিসিএইচ সম্বলিত তাৎক্ষণিক করণীয়ের একটি চেকলিস্ট প্রকাশ করেছে।

ভূমিকম্পের সময় 'নিচে ঝুঁকুন, ঢেকে রাখুন ও ধরে থাকুন'

মাটি কাঁপতে শুরু করলে অপ্রয়োজনীয় নড়াচড়া কমিয়ে দ্রুত কাছের কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন। ঝাঁকুনি বন্ধ না হওয়া পর্যন্ত এবং বাইরে যাওয়া নিরাপদ কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরের ভেতরে থাকতে হবে।

আপনি যদি ঘরের ভেতরে থাকেন

  • একটি মজবুত ডেস্ক, টেবিল বা বেঞ্চের নিচে আশ্রয় নিন, অথবা ঘরের ভেতরের কোনো দেয়ালের পাশে বসে পড়ে শক্ত করে ধরে থাকুন।
  • আশপাশে কোনো আসবাব না থাকলে মুখ ও মাথা হাত দিয়ে ঢেকে ভেতরের দেয়ালের পাশে বসে পড়ুন।
  • কাচ, জানালা, বাইরের দরজা, দেয়াল, লাইট ফিক্সচার বা উঁচু আসবাবপত্রের কাছ থেকে দূরে থাকুন।
  • এলিভেটর বা লিফট ব্যবহার করবেন না।
  • আপনি যদি বিছানায় থাকেন, সেখানেই মাথা বালিশ দিয়ে ঢেকে রাখুন। যদি পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, বিছানার পাশে মেঝেতে আশ্রয় নিন।
  • ভবন থেকে বের হওয়ার চেষ্টা করবেন না; ভূমিকম্পে বেশিরভাগ মানুষ বাইরে বের হতে গিয়ে পড়ন্ত বস্তুতে আহত হন।
  • বিদ্যুৎ চলে যেতে পারে, পাইপ ফেটে যেতে পারে বা অ্যালার্ম বাজতে পারে—এগুলো মাথায় রাখুন।

আপনি যদি বাইরে থাকেন

  • বাইরে থাকুন।
  • ভবন, গাছ, স্ট্রিটলাইট ও বৈদ্যুতিক তার থেকে দূরে যান।

আপনি যদি গাড়িতে থাকেন

  • নিরাপদ হলে গাড়ি থামিয়ে রাস্তার পাশে নিন এবং গাড়ির ভেতরেই থাকুন।
  • ভবন, গাছ, ওভারপাস বা বৈদ্যুতিক তারের নিচে বা খুব কাছে গাড়ি থামাবেন না।
  • ক্ষতিগ্রস্ত সেতু বা ওভারপাসের ওপর দিয়ে বা নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না।
  • ভূমিকম্প থামার পর সতর্ক হয়ে চলাচল করুন এবং রাস্তা বা সেতুতে ফাটল বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা খেয়াল করুন।

যদি আপনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন

  • কোনো আগুন জ্বালাবেন না।
  • রুমাল বা কাপড় দিয়ে নাক–মুখ ঢেকে নড়াচড়া কম করুন যাতে ধুলো না ওঠে।
  • উদ্ধারকারীরা শুনতে পারে এমনভাবে পাইপ বা দেয়ালে ধাক্কা দিয়ে শব্দ করুন; বাঁশি থাকলে ব্যবহার করুন।
  • শেষ উপায় হলে তবেই চিৎকার করুন। কারণ, চিৎকার করার সময় ধ্বংসস্তূপের ধুলো শ্বাসনালীতে ঢুকে বিপজ্জনক পরিস্থিতি হতে পারে।
google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন