

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর দাবিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
পে কমিশনকে দেওয়া আলটিমেটামের আগেই বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার এক বৈঠকে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যুক্ত কয়েক ডজন সংগঠন পরবর্তী কর্মসূচি নির্ধারণ করে।
সভায় উপস্থিত নেতারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও নতুন পে স্কেল বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় তারা একমঞ্চে আসতে বাধ্য হয়েছেন।
পে কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা প্রথমদিকে ইঙ্গিত দেন যে বর্তমান সরকারই নতুন কাঠামো কার্যকর করতে পারে।
তবে সাম্প্রতিক ঘোষণায় তিনি জানিয়েছেন, কমিশনের সুপারিশ নিয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। এই অবস্থান বদলে যাওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ে এবং বিভিন্ন সংগঠন একত্রিত হয়।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রকাশ না হলে কঠোর আন্দোলন শুরু করা ছাড়া আর কোনো পথ থাকবে না।
মন্তব্য করুন
