

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-১৪ আসনে সম্ভাব্য বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ মিছিলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস.এ. সাজুর সমর্থকরা অংশ নেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর মাজার রোড থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সনি সিনেমা হল এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রামে সরাসরি অংশ নেওয়া একজন ত্যাগী নেতাকে বাদ দিয়ে সানজিদা তুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা দাবি করেন, যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিলে বিএনপি আসনটি হারাতে পারে।
বক্তারা ঢাকা-১৪ আসনে ধানের শীষকে বিজয়ী করতে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, মনোনয়ন বাতিল না হলে লাগাতার আন্দোলন চালানো হবে।
মন্তব্য করুন
