রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে বসে দল পরিচালনা মানুষ মেনে নিবে না: শিবির সভাপতি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
সমাবেশে (ইনসেটে) বক্তব্য রাখেন শিবির সভাপতি জহিদুল ইসলাম
expand
সমাবেশে (ইনসেটে) বক্তব্য রাখেন শিবির সভাপতি জহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সকলের যৌথ প্রচেষ্টায় ‘হাসিনা সরকারের পতন’ ঘটেছে এবং তিনি বাধ্য হয়ে প্রতিবেশী একটি দেশে আশ্রয় নিয়েছেন।

জুলাই-আগস্টের ঘটনাপরবর্তী সময়ে দেশ একটি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছে, যেখানে ফ্যাসিবাদমুক্ত, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু এই অগ্রযাত্রার মাঝেই আবারও একটি নতুন গোষ্ঠী স্বৈরতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “বিদেশে বসে কোনো রাজনৈতিক দল পরিচালনার চেষ্টাকে জনগণ গ্রহণ করবে না। বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে জনগণের মাঝেই থাকতে হবে, দেশের মাটিতেই থাকতে হবে।”

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ছাত্র-যুব উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. আবু বকর। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম রহমান জাহিদ ও জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক পর্বে সংগীত, কৌতুক ও গম্ভীরা পরিবেশিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন