

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির সহ–আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না, এ নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে আয়োজিত এক জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা অবস্থা ও বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন দাবি নির্বাচনকে ঘিরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।
তিনি বলেন, ‘কেউ বলছে পিআর পদ্ধতি ছাড়া ভোটে যাবে না, কেউ বলছে আগে গণভোট দিতে হবে, আবার কেউ কিছু দলকে নিষিদ্ধ করার দাবি তুলছে—এসব বিষয় মিলেই নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরও যারা দীর্ঘদিন সরকারে না থেকেও সরকারি সুবিধা ভোগ করছেন, তারা অনেকেই সেই সুবিধা ছাড়তে চাইছেন না। এটিও জনগণের মনে প্রশ্ন তৈরি করেছে যে নির্বাচন সত্যিই হবে কি না।’
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বিএনপির এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কি না, এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা জানান, গত ১৭ বছর ধরে তিনি নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছেন। দলের সিদ্ধান্তই হবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দল যা ঠিক করবে তাই তিনি মেনে নেবেন বলে মন্তব্য করেন।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার–ভিত্তিক ৩১ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন জনসভাটি আয়োজন করে। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতা–কর্মীরা মিছিল নিয়ে অংশ নেন, এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
