শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মীরা, ক্ষোভে চার নেতার পদত্যাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম
সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা
expand
সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে ঘিরে বিরোধ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে—তালিকায় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের নাম স্থান পেয়েছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ, পথসভা ও সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। পাশাপাশি কমিটি থেকে পদত্যাগ করেছেন চারজন নেতা।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদবঞ্চিত নেতাকর্মীরা নতুন কমিটি বাতিলের দাবি জানান।

এর আগে মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পাবনা জেলার ১০টি কলেজ ইউনিটের কমিটি একযোগে অনুমোদন দেয়, যার মধ্যে ছিল ঈশ্বরদী সরকারি কলেজ শাখার ১২ সদস্যের কমিটি।

তবে এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মীকে পদ দেওয়ার অভিযোগ ওঠে।

এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা রাত থেকেই বিক্ষোভ শুরু করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে যোগ্য ও প্রকৃত কর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার আলটিমেটাম দেন।

পরদিনই নবগঠিত কমিটির চার সদস্য পদত্যাগ করেন। তারা হলেন—সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল ইসলাম শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত এবং দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ।

পদত্যাগী নেতারা অভিযোগ করে বলেন, “ছাত্রলীগের কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এমন বিতর্কিত কমিটির অংশ হতে চাই না। দ্রুত এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে, নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

অন্যদিকে নবনির্বাচিত সভাপতি খালিদ বিন পার্থিব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। যারা আশানুরূপ পদ পাননি, তারাই অসন্তোষ প্রকাশ করছেন। বিতর্কটি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।”

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, “কেন্দ্রীয় কমিটি থেকেই অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন