

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা নিয়ে যেসব আশঙ্কা রয়েছে, তা ধীরে ধীরে দূর হয়ে যাবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বৈঠকে মঈন খানের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।
মঈন খান বলেন, “আমরা এখানে এসেছি দেশের স্বার্থে আলোচনা করতে, কোনো দলীয় স্বার্থে নয়। আমাদের লক্ষ্য এমন একটি পরিবর্তন, যার মাধ্যমে দেশের মানুষ নিরাপদ ও নির্ভয়ে চলাচল করতে পারবে।”
তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের, তবে তাদের নিজস্ব জনবল সীমিত। একদিনে বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করতে কমিশনকে সরকারের কাছ থেকে প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারীর সহায়তা নিতে হয়। আমরা এসেছি এই জনবলের প্রস্তুতি সম্পর্কে জানতে।
বিএনপি নেতা আরও বলেন, “গত তিনটি নির্বাচনে প্রহসনের অভিযোগ উঠেছিল। যাদের বিরুদ্ধে বিতর্ক রয়েছে, তাদের এবার দায়িত্ব থেকে বিরত রাখতে হবে। কমিশনকে আমরা সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “এই নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, এবং আইন-শৃঙ্খলা নিয়ে যেসব উদ্বেগ রয়েছে তা দূর হয়ে যাবে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    