শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাকসুর এজিএস পদে তৌফিকের জয়ে শুভেচ্ছা জানালেন আবিদুল ইসলাম খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম
আবিদুল ইসলাম খান
expand
আবিদুল ইসলাম খান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিককে অভিনন্দন জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আবিদুল ইসলাম খান লিখেন, “চাকসু নির্বাচনে এজিএস পদে বিজয়ী আইয়ুবুর রহমান তৌফিক এবং হল সংসদে জয়ী সব প্রার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তিনি আরও লেখেন, “স্বল্প সময়ে চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল যেভাবে প্রতিকূল পরিবেশ ও প্রচারণার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে লড়াই করেছে, তা প্রশংসনীয়। আপনাদের এই অধ্যবসায় ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন