বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:২৪ এএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০২:৩৮ এএম
শাহবাগে অবস্থান ছাত্রদলে
expand
শাহবাগে অবস্থান ছাত্রদলে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট চুরি ও কারচুপি হলে গোটা বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শাহবাগে বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

ছাত্রদল সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো শিবিরের পক্ষ হয়ে কাজ করছে। আমরা ঢাবিতে ও এমন কিছু দেখেছিলাম যার পুনরাবৃত্তি ঘটছে রাকসু ও চাকসুতে। ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে। আমরা কোন প্রকার ভোট চুরি মেনে নেব না।

রাকিব বলেন, অতীতে যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে ছাত্রশিবির কলঙ্কিত করেছিল এবারও তারা লাঠি সোটা হাতে সেটি আবারো প্রমাণ করল। তারা ভাবছে ছাত্রদল দুর্বল। আমরা বলতে চাই, আমরা যদি লাঠির পরিবর্তে লাঠি ধরি, আমরা যদি একবার রাজপথে নামি তাহলে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রশিবিরের স্থান হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন