বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাতকে মাথায় নয়, ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্ণেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এএম আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হাদির পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ এমনটাই টুইট করেছেন Col. Ajay K Raina, ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা, প্রায় ৩০ টি বইয়ের লেখক এবং সিকিউরিটি এনালিস্ট। ইভেন কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেছেন, ”গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়।

প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে। এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেয়া হবে।” এই যে এমন ইন্টারন্যাশনাল প্লাটফর্মে ওপেন ডেথ থ্রেট দেয়া হলো, হচ্ছে এর দায় কী ভারতীয় কূটনীতিক বিশ্লেষকরা এড়াতে পারেন?

ইতিমধ্যে কর্ণেল (অব:) অজয় কে রায়নার পোস্ট সামাজিক মাধ্যম এক্সএ প্রকাশিত হওয়ার পর থেকে এটা সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলে দিয়েছে।

বাংলাদেশের বেশ কিছু প্রভাবশালী মিডিয়া হ্যান্ডালার এটাকে বাংলাদেশী রাজনৈতিক মুখগুলোর বিপরীতে সরাসরি হত্যার হুমকির উল্লেখ্য করার পাশাপাশি, ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলা হওয়ার পেছনের এদের যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন।

যদিও এই পোস্টের বিষয়ে কর্ণেল (অব:) অজয় কে রায়নার সঙ্গে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায় নি।

বরং বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে অপর একটি গণমাধ্যমকে তিনি জানান, সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে এতোটা সংবেদনশীল হবার কোন প্রয়োজন নেই। বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তার বিষয়ে কোনরূপ বাড়াবাড়ি না করতে। নচেত উত্তেজনা আরো বাড়তে পারে বৈকী কমবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X