রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল। এখন নতুন করে চেতনার ব্যবসা হাজির হয়েছে আমাদের সামনে। বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না।’

এসময় লন্ডন থেকে ভয় দেখানো হয়েছে দাবী করে তিনি বলেন, আমরা কি অনলাইনে কাউকে ভয় পাই? বাস্তবেই কাউকে ভয় পাই না, তারা আবার অনলাইনে ভয় দেখায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘আমাদের ভয় দেখানোর প্রচেষ্টা চালানো হয়। এই ভয় বাংলাদেশ থেকে দেখানো হয় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউকে ভয় পাই? বাস্তবেই কাউকে ভয় পাই না, তারা আবার অনলাইনে ভয় দেখায়।’

২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা দেখেছেন, তাদের ব্যর্থতার কারণেই ১/১১ এর একটি সরকার বাংলাদেশে এসেছিল। সেই ১/১১ এর সরকারের মধ্যদিয়ে ১৫ বছর বাংলাদেশে কোনো তরুণ ছিল না, যাদের ওপর জেল-জুলুম নির্যাতন নেমে আসে নাই।’

তিনি আরও বলেন, সেই সরকারের শাসনের জন্য যেমন বিএনপি দায়ী, গত ১৫ বছরে শেখ হাসিনার এই দীর্ঘ শাসনের জন্যও বিএনপি অনেকাংশে দায়ী।

এনসিপির এই নেতা বলেন, ‘৫ আগস্ট পরবর্তী ক্যান্টনমেন্ট বৈঠকে দুর্নীতির মাস্টারমাইন্ডের মাথায় আওয়ামী বুদ্ধিপনা মাথায় চড়ে বসে। বিএনপি জামায়াত ক্যান্টনমেন্টে ছিল। জামায়াতের অন্তরে আওয়ামী প্রেম বিস্তার করে। একটি বিপ্লবী সরকার গঠন করতে পারলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হতো না।’

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘২০০১ থেকে ২০০৬ পর্যন্ত জামায়াতে ইসলামীসহ সবাই প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করেছেন। আর এখন নতুন করে প্লাটফর্ম লাগিয়েছেন তুমি ইসলাম নিয়ে অর্ধেক, আর আমি অর্ধেক। আগে হলো এক প্লেটে বসে খাইতো, এখন প্লেট ভাগ হয়েছে, কিন্তু এক পাতিলের তরকারি। জামায়াতে ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী।’

জামায়াতের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, ‘জামায়াত ইসলাম ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করতে চায়। তারা অতীতে ধান প্রতীকে নির্বাচন করেছিল। জামায়াতে ইসলামীর এখন পাকনা গজাইছে। জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা।’

জামায়াতকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে। মিষ্টি কথার আড়ালে কী আছে সেটা তো আল্লাহ জানে। যদি রাজনীতি করতে চান তাহলে সোজা পথে আসুন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X