বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একই দাবিতে মাঠে জামায়াত ও ইসলামী আন্দোলন, যুগপৎ কর্মসূচি ঘোষণা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
যুগপৎ আন্দোলন ঘোষণা করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন
expand
যুগপৎ আন্দোলন ঘোষণা করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন এবং সংসদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি জানায় দুই দল।

মগবাজারে আয়োজিত সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের পাঁচ দফা দাবির কর্মসূচি ঘোষণা করেন। অপরদিকে, পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম একই দাবিতে আন্দোলনের ঘোষণা দেন।

দল দুটির দীর্ঘদিনের দূরত্ব থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে তারা কাছাকাছি এসেছে। আগামী নির্বাচনে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার সম্ভাবনার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

জামায়াতের পাঁচ দফা দাবি:

১. জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। ২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি কার্যকর করা। ৩. সব দলের জন্য সমান প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করা। ৪. পূর্ববর্তী সরকারের দমন-পীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি হবে।

ইসলামী আন্দোলনের অবস্থান:

সংবাদ সম্মেলনে চরমোনাই পীর মুফতি রেজাউল করীম বলেন, গত বছরের জুলাই মাসের পরিবর্তনের লক্ষ্য ছিল স্বৈরতন্ত্রের অবসান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও ভোটাধিকারের নিশ্চয়তা। কিন্তু দেড় বছরেও তা বাস্তবায়িত হয়নি। বরং রাজনৈতিক স্বার্থের কারণে জুলাই সনদ দুর্বল হয়ে পড়েছে।

তিনি জানান, ইসলামী আন্দোলনও ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় কর্মসূচি পালন করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন