

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় ঘিরে সম্ভাব্য পরিস্থিতিতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল ফের মাঠে থাকার কথা জানিয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল–ফালাহ মিলনায়তনে পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ ঘোষণা আসে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে আট দল অতীতেও সক্রিয় ছিল, এবং প্রয়োজন হলে আগামীকালও মাঠে থাকবে।
গণভোট ইস্যুতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ শীর্ষ নেতারা বিশ্লেষণ করেছেন। তাদের মতে, ভাষণে জনগণের প্রত্যাশার কিছু অংশ প্রতিফলিত হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে।
তিনি আরও বলেন, জুলাই সনদের যেসব দিক পরিষ্কার নয়, সেগুলো দ্রুত ব্যাখ্যা করার দায়িত্ব প্রধান উপদেষ্টার। আট দল আগেই নির্বাচনের আগে গণভোট আয়োজনের কারণ ব্যাখ্যা করেছিল; অথচ প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন ও গণভোট একই দিনে করার কথা বলা হয়েছে। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, যা সরকারকেই দূর করতে হবে।
আট দলের কিছু দাবি বাস্তবায়িত হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আন্দোলনরত দলগুলোর পরামর্শের ভিত্তিতে জুলাই সনদে যেসব সংস্কার প্রস্তাব যুক্ত হয়েছে এবং যার আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে, সেটিকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, গণভোট নিয়ে জনগণের মাঝে আস্থা তৈরি করতে সরকারেরই ব্যাপক প্রচারণার উদ্যোগ নিতে হবে। তাদের বক্তব্য—যদি কোনো রাজনৈতিক দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণ সেই অবস্থান প্রত্যাখ্যান করবে।
মন্তব্য করুন
