শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ২৫ বছর বয়সে বিধায়ক, কে এই তরুণী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। ছবি: সংগৃহীত
expand
সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। ছবি: সংগৃহীত

বিহার বিধানসভা নির্বাচনে আলিনগর আসন থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ও তরুণ জনপ্রিয় শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর জয় লাভ করেছেন।

তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় ১১ হাজার ভোটে পরাজিত করে মাত্র ২৫ বছর বয়সেই এ নির্বাচনের সবচেয়ে কম বয়সি বিধায়ক হয়েছেন।

জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে মৈথিলী জানান, এই বিজয় তার কাছে স্বপ্নপূরণের মতো। তিনি বলেন, এলাকার ‘ঘরের মেয়ে’ হিসেবেই মানুষের পাশে থাকতে চান এবং এখন তার মূল লক্ষ্য আলিনগরের উন্নয়ন।

দীর্ঘদিন ধরে সংগীত জগতে সক্রিয় থাকা মৈথিলী ভোটের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম নেওয়া মৈথিলী বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসংগীতে প্রশিক্ষণ পেয়েছেন। ২০১৭ সালে টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে তিনি আলোচনায় আসেন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।

মাত্র ২৫ বছর বয়সেই মৈথিলীর উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে। নির্বাচনি হলফনামা অনুযায়ী তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কয়েক কোটি রুপি, প্রায় ৫০ লাখ রুপির অলংকার, ৩ কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় ৯০ লাখ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে।

সূত্র: নিউজ এইটিন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন