শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের পে স্কেল কার্যকরে নতুন দাবি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ এবং দ্রুত নতুন বেতন কাঠামো ঘোষণা দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি ১:৪ অনুপাতে বেতন কাঠামো চূড়ান্ত করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে নেতারা তাদের মূল দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলো হলো..

  • ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা (১:৪ অনুপাতে) নির্ধারণ।
  • নবম পে স্কেলের গেজেট ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা।
  • ২০১৫ সালের পে স্কেল থেকে বাদ পড়া ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল।
  • বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন চালু।

গ্র্যাচুইটি হার ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশে উন্নীতকরণ এবং পেনশন গ্র্যাচুইটিতে প্রতি ১ টাকার মূল্য ৫০০ টাকা নির্ধারণ।

সমাবেশে ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা ও গেজেট প্রকাশ না হলে আন্দোলন আরও কঠোর হবে। তিনি জানান, ৩০ নভেম্বরের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না এলে ৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন