

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘গণভোট দিতে যত দেরি হবে, দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে।’
বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পরওয়ার বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের সব হুমকি-ধমকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির যে অগ্রযাত্রা, তা বাধাগ্রস্ত করতে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নাশকতার অপচেষ্টা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব। এ ক্ষেত্রে তাদের উদার হতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি আহ্বান জানাই।’
পরওয়ার বলেন, ‘জাতি যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের পক্ষে জাতির মাঝে ফিরে আসা সম্ভব নয়। আওয়ামী ফ্যাসিবাদের সব হুমকি-ধমকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘যাকে বাংলাদেশে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে কীভাবে পাশের দেশের গণমাধ্যম ব্যবহার করে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে?’
বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। সারা দেশে আট দলের নেতাকর্মীরা সব ধরনের নাশকতার বিরুদ্ধে রাজপথে সরব আছে।’
পরওয়ার আরও জানান, ‘রাজধানীর ১৪টি স্থানে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আওয়ামী নাশকতার হাত থেকে জনগণকে নিরাপদ রেখেছে।’
তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশ জারি এবং নভেম্বরেই গণভোট অনুষ্ঠিত হলে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। গণভোট দিতে যত দেরি হবে, দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানায় জামায়াত। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে চলছে বলেই মনে করে জামায়াত।’
মন্তব্য করুন