

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার আদমদীঘি উপজেলায় এক নারী বটি দিয়ে একটি বিড়ালকে জবাই করে হত্যার পর পেট চিরে নাড়িভুঁড়ি বের করে ফেলেছেন—এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণী প্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এমরান হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান।
জিডিতে উল্লেখ করা হয়, সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের দত্তবাড়ীয়া গুচ্ছগ্রামে বুলবুলি (২৬) নামের এক নারী একটি সাদা-কালো পুরুষ বিড়ালকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি বিড়ালের পেট চিরে নাড়িভুঁড়ি বের করে ধানক্ষেতে ফেলে দেন। পরে প্রতিবেশী এক নারী মৃত বিড়ালটিকে কুড়িয়ে এনে বরফে সংরক্ষণ করেন।
বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ বলেন, “ঘটনাটি সামাজিক মাধ্যমে জানার পর আমরা আইনগত ব্যবস্থা নিতে থানায় জিডি করেছি। বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী যেকোন প্রাণী হত্যা একটি দণ্ডনীয় অপরাধ। যেভাবে নিষ্ঠুরভাবে বিড়ালটিকে হত্যা করা হয়েছে, তা স্পষ্টভাবে মানসিক বিকৃতির পরিচায়ক। এ ধরনের ব্যক্তি সমাজের জন্য হুমকি হতে পারে।”
ঘটনার পর সামাজিক মাধ্যমে বুলবুলির স্বীকারোক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, বিড়ালটি নিয়মিত মাছ-মাংস চুরি করে খেত—এই ক্ষোভ থেকেই তিনি মাঠ থেকে ধরে এনে বিড়ালটিকে জবাই করে নাড়িভুঁড়ি বের করে পুড়িয়ে ফেলেছেন।
আইনগত ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে আদমদীঘী থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিড়ালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হচ্ছে। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত ও রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, প্রাণী কল্যাণ সংগঠনগুলো দাবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন অমানবিক কাজ করার সাহস না পায়।
মন্তব্য করুন