

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
গতকাল বুধবার (৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেজা কিবরিয়া বলেন, আমি ইতিমধ্যেই বিএনপির প্রাথমিক সদস্য পদে যোগ দিয়েছি ও সদস্য ফরম পূরণ করেছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার ঘোষণা দেব।
তিনি আরও জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঐক্যফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রেজা কিবরিয়া এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করেন এবং পরবর্তীতে গণ অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন।
মন্তব্য করুন
