শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক-ইবনে সিনা জামায়াতের মালিকানায় নেই: গোলাম পরওয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
expand
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতালের সঙ্গে তাদের কোনো ধরনের মালিকানা বা নিয়ন্ত্রণ সম্পর্ক নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইবনে সিনা-ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্ব না দিতে বিএনপির আপত্তির বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের অভিযোগ আমাদের জন্য দুঃখজনক এবং আমরা ঘোর আপত্তি জানাচ্ছি। ইসলামি ব্যাংক বা ইবনে সিনার সঙ্গে আমাদের কোনো মালিকানা সম্পর্ক নেই। এটি ভিত্তিহীন।

তিনি আরও বলেন, বিএনপি নিজেও অনেক বড় প্রতিষ্ঠান পরিচালনা করে। আমরা চাইলে তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ দিতে পারতাম, কিন্তু তা করিনি।

এর আগে ২৩ অক্টোবর বিএনপি ৩৬ দফার প্রস্তাবনা নির্বাচন কমিশনে জমা দিয়েছিল। প্রস্তাবনাতে উল্লেখ ছিল, ভোটগ্রহণ কর্মকর্তা ও পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলের সঙ্গে সরাসরি যুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা নিয়োগ দেয়া যাবে না। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা উল্লেখ করা হয়েছিল।

বিএনপির এই প্রস্তাবনার পাল্টা, জামায়াত নির্বাচন কমিশনে ১৮ দফার প্রস্তাব জমা দিয়েছে, যা বিষয়টি বিতর্কিত হিসেবে তুলে ধরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন