শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:১০ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম
expand
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে দেশে আবারও অরাজকতা দেখা দেবে, সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না।

তিনি দাবি করেন, “বিএনপি ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে ঘুমাতে পারবে না, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়বে, এমনকি নারীরাও নিরাপদে রাস্তায় বের হতে পারবে না।”

রবিবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই সনদ বাস্তবায়ন’, ‘রাষ্ট্র সংস্কার’ এবং ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন’-এর দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফয়জুল করিম আরও বলেন, “যে কারণে মানুষ আওয়ামী লীগকে সরিয়েছিল, সেই চাঁদাবাজি, অন্যায় ও দখলদারি এখনো রয়ে গেছে। বরং আগের তুলনায় ধর্ষণ, খুন ও দুর্নীতি বেড়েছে।”

তিনি অভিযোগ করেন, “বর্তমান সরকারের আমলে বিএনপির অভ্যন্তরীণ খুনোখুনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। যদি তারা আবার ক্ষমতায় আসে, এসব অপরাধ আরও বাড়বে।”

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, “গণহত্যার বিচার না করলে ও পিআর পদ্ধতি অনুযায়ী নির্বাচন না দিলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। ১৯৭১ থেকে এখন পর্যন্ত যারা দেশ চালিয়েছেন, তারা বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছেন।”

তিনি আরও যোগ করেন, “শুধু দল বা নেতা বদলালে ভাগ্য পরিবর্তন হয় না। দুর্নীতিবাজ বা চোর সংসদে গেলে জনগণ কীভাবে ন্যায়বিচার পাবে?”

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আলহাজ হারুন-অর-রশিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন