শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ দেশজুড়ে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল আজ সোমবার (২৭ অক্টোবর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, প্রয়োজনীয় সাংবিধানিক নির্দেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ মোট পাঁচ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পূর্বনির্ধারিত এই বিক্ষোভ ও সমাবেশ সফল করতে সকল স্তরের জনগণের অংশগ্রহণ জরুরি। তিনি দেশবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশকে একটি ন্যায়নিষ্ঠ, জবাবদিহিমূলক ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের আন্দোলনের অংশ হিসেবেই এ কর্মসূচি।” গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আটটি রাজনৈতিক দল তাদের পাঁচ দফা দাবি ও তিন দিনের চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন